আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) বা পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করুক বা না করুক, দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হবেন জমিয়ত উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান। এমনটা মনে করেন দলটির নেতারা। স্থানীয় একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জেইউআই-এফ নেতা হাফিজ হামদুল্লাহ বলেন, যদি ফজলুর রহমানকে বহুদলীয় জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের (পিডিএম) প্রধান করা যায়, তাহলে তাকে দেশের প্রেসিডেন্টও করা যেতে পারে।