News71.com
 Bangladesh
 13 Nov 24, 10:09 AM
 17           
 0
 13 Nov 24, 10:09 AM

ঢালাও মামলায় বিব্রত সরকার॥বিচারপতি নিয়োগে আইনী কাঠামোর উদ‍্যোগ

ঢালাও মামলায় বিব্রত সরকার॥বিচারপতি নিয়োগে আইনী কাঠামোর উদ‍্যোগ

 


নিউজ ডেস্কঃ আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গায়েবি মামলা হতো। সরকারের পক্ষ থেকে গায়েবি মামলা দিত। আমরা সরকারের পক্ষ থেকে কোনো মামলা দিচ্ছি না। সাধারণ লোকজন, ভুক্তভোগী, রাজনৈতিক প্রতিপক্ষ তারা অন্যদের ব্যাপারে ঢালাও মামলা দিচ্ছে। ঢালাও মামলার খুব মারাত্মক প্রকোপ দেখা দিয়েছে। এটি আমাদের অত্যন্ত বিব্রত করে।’ আজ মঙ্গলবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচার বিভাগ সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, ‘আমরা অনেক ধরনের আইনি সংস্কার, পদক্ষেপের কথা ভাবছি। পরবর্তীতে উচ্চ আদালতে বিচারক নিয়োগটি আমরা একটি আইনের মাধ্যমে করতে চাচ্ছি। আইনের মাধ্যমে করার দাবি সমাজে বহুদিন ধরে আছে। ২০০৮ সালে এ রকম একটি আইন হয়েছিল। বিগত ফ্যাসিস্ট সরকার এসে সেটিকে আর আইনে রূপান্তরিত করেনি। আমরা ওই আইনটি আরও বেশি যুগোপযোগী করার জন্য, তাঁদের (কমিশনের) সহায়তা চেয়েছি। যাতে পরবর্তী যে নিয়োগ হবে, তা আমরা আইনের ভিত্তিতে করতে পারি।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন