News71.com
 Bangladesh
 14 Feb 16, 10:56 AM
 976           
 0
 14 Feb 16, 10:56 AM

ইউনিয়ন পরিষদ নির্বাচন -২০১৬।। ১৩ ইউপির নির্বাচন স্থগিত করল কমিশন

ইউনিয়ন পরিষদ নির্বাচন -২০১৬।। ১৩ ইউপির নির্বাচন স্থগিত করল কমিশন

নিউজ ডেস্ক : তফসিল ঘোষণার দু’দিন পরই ১৩টি ইউনিয়ন পরিষদের (ইউপি) তফসিল স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত বৃহস্পতিবার ইসির পক্ষ থেকে প্রথম ধাপে ৭৫২ ইউপির তালিকা সরবরাহ করা হলেও আজ রোববার কমিশন থেকে আবারও জানানো হয়েছে, ওই তালিকা থেকে ১৩ ইউপির নাম বাদ যাবে।

১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঘোষিত নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২২ মার্চ ৭৫২ ইউপিতে ভোট হওয়ার কথা ছিল। আপাতত ১৩ টি কমে ভোট গ্রহনের জন্য নির্ধারিত ইউনিয়ন পরিষদের সংখ্যা দাঁড়াবে ৭৩৯টিতে। ইসির সুত্রে জানাগেছে আইনি জটিলতার কারণে ১৩ ইউপির নির্বাচন আপাতত স্থগিত রাখা হয়েছে। পরে সময়মতো ওই ইউপিগুলোয় নির্বাচন আয়োজন করা হবে।

ইসি সূত্র জানায়, ভোট স্থগিত করা ১৩ ইউপি হলো, বরিশালের মেহেন্দীগঞ্জের গোবিন্দপুর, লতা, আলিমাবাদ, আন্ধারমানিক, চর এককরিয়া, পিরোজপুরের নাজিরপুরের শ্রীরামকাঠি, বরগুনার আমতলীর আমতলী, ভোলার লালমোহনের লর্ড হার্ডিংস, দৌলতখানের সৈয়দপুর, চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুর, চুয়াডাঙ্গার আলমডাঙ্গার আইলহাস, নাগদাহ এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের আইয়ুবপুর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন