News71.com
 Bangladesh
 14 Feb 16, 11:06 AM
 923           
 0
 14 Feb 16, 11:06 AM

গ্যাস ও বিদ্যুৎ চোরদের ছবি ফেসবুকে পোষ্ট দিতে অনুরোধ জানালেন প্রতিমন্ত্রী বিপু।।

গ্যাস ও বিদ্যুৎ চোরদের ছবি ফেসবুকে পোষ্ট দিতে অনুরোধ জানালেন প্রতিমন্ত্রী বিপু।।

নিউজ ডেস্ক : বিদ্যুৎ-গ্যাস চোরদের ছবিতলে ফেসবুকে পোষ্ট দেয়ার পরার্মশ দিয়েছেন বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।আজ রোববার রাজধানির বিদ্যুৎ ভবনের বিজয় হলে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন। বিদ্যুৎ ও জ্বালানি খাতের সামগ্রিক কার্যাবলীর তথ্য মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকায় এ সেমিনারের আয়োজন করে বিদ্যুৎ বিভাগের পরামর্শক সংস্থা পাওয়ার সেল।

অনুষ্ঠানে বিদ্যুৎ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমেদ কায়কাউস, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন, স্রেডার চেয়ারম্যান মো. আনোয়ারুল শিকদারসহ বিদ্যুৎ বিভাগের সকল সংস্থার প্রধান কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘মানুষ দিন দিন অনলাইন নির্ভর হয়ে পড়ছে। দেশে এখন প্রায় ১ কোটি ৮০ লাখ লোক ফেসবুকের সঙ্গে সম্পৃক্ত। মানুষ খবরের কাগজও অনলাইনে পড়ছে। ফলে যে কোনো প্রচার প্রচারণা অনলাইন নির্ভর হতে হবে। যাতে অনেক বেশি মানুষের কাছে তথ্য পৌঁছায়। বিদ্যুৎ ও গ্যাস চোরদের প্রতিরোধের জন্য ফেসবুককে ব্যবহার করা যেতে পারে। তাই যারা এসব চুরির সঙ্গে জড়িত তাদের ছবি তুলে ফেসবুকে দিন।’

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সময়ের সাথে তালমিলিয়ে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের আওতাধীন সংস্থাগুলোর ওয়েবসাইটে হালনাগাদ তথ্য প্রকাশের পাশাপাশি অনলাইন কার্যক্রমকে আরো শক্তিশালী করারও নির্দেশ দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন