রফিকুল ইসলাম বাবু , বিশেষ সংবাদদাতা থাইল্যান্ড থেকে : মানব পাচার থেমে নেই। কঠোর আইন প্রনয়ন করেও বন্ধ করা যাচ্ছে না মানব পাচার। অনেক ক্ষেত্রে জনপ্রতিনিধি সহ সমাজের প্রভাবশালীরা জড়িত এ কাজে। থাইল্যান্ড , মালেয়েশিয়া, সিঙ্গাপুর সহ পৃথিবীর বিভিন্ন দেশের দূর্গম অঞ্চলে লুকিয়ে বা জেলখানার আটক রয়েছেন হাজার হাজার বাংলাদেশী নাগরিক। প্রতি মূহুর্তে তাদের উপর চলছে অমানবিক নির্যাতন । বিভিন্ন দেশে আটক বাংলাদেশীদের দেশে ফেরত আনার ব্যাপারে নেই কোন সরকারি উদ্দোগ । দূতাবাস গুলো নির্বিকার । মানুষের ভোগান্তির শেষ নাই।
জানাগেছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সরকার বিদেশে শ্রমিক পাঠানোর ব্যাপারে একটু ধীরে চল নীতি ও বেসরকারি ব্যবস্হাপনায় শ্রমিক পাঠাতে নিরুৎসাহিত করার কারনে বিশ্ব শ্রম বাজারে বাংলাদেশের শ্রমিক পাঠানো সংকুচিত হয়ে পড়ে । আর এই সুযোগকে কাজে লাগিয়ে সক্রিয় হয় দালাল চক্র । তারা কম টাকায় বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিচ্ছে মেটা অংকের টাকা । তাদের খপ্পরে পড়ে সর্বশান্ত হচ্ছে সাধারন মানুষ। অবৈধ উপায়ে বিদেশ যেতে গিয়ে টাকা পয়সা খোয়ানোর পাশাপাশি অনেকে লাশ হয়ে ফিরছে বাড়ী । অনেকের তো কোন খোজই মিলেছ না। হারিয়ে যাচ্ছেন সারা জীবনের মত।
জানাগেছে সংঘবদ্ধ এ চক্রটি মোটা টাকা নিয়ে সমুদ্র পথে লোক পাচারের একটি সিনডিকেট গড়ে তুলেছে।প্রথমে তারা টাকা নিয়ে লোকদের বিদেশে পাঠিয়ে দেওয়ার নাম করে নৌযানে তুলে দেয়। তার পর পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর বিভিন্ন প্রকার ভয় দেখিয়ে তাদের আত্মীয় স্বজনদের কাছে থেকে আদায করা হয় মোটা অংকের টাকা । টাকা না দিলে তাদের উপর চলে অমানুষিক নির্যাতন । আর বিভিন্ন দেশের উপকুল রক্ষী বাহিনী সহ আইন শৃক্ষলাবাহিনীর হাতে ধরা পড়লে তো কথাই নাই।
এমনই একটি ভাগ্যাহত দল দীর্ঘ ১ বছর থাইল্যান্ডের বিভিন্ন বনে জঙ্গলে ঘুরে পরে আরও এক বছর জেলখেটে এখন দেশে ফেরার অপ্ক্ষায়। এ দলে বাংলাদেশের যশোর ,সাতক্ষিরা , চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকার বাসিন্দা ৩১ জন তরতাজা তরুন যুবক। যারা এই প্রতারক চক্রের খপ্পরে পড়ে পাড়ি জমিয়েছিলেন নদী পথে মালয়েশিয়া । পথিমধ্যে থাইল্যান্ডের উপকুলে তাদের ছেড়ে দেওয়া হয়। তার পর বন জঙ্গলে পালিয়ে ও জেল খেটে দীর্ঘ ২ বছর পর আজ তারা দেশে ফিরছেন।
একটি বেসরকারি সেচছাসেবী সংস্থা আই ও এম (IOM) এর সহযোগীতায় জেল মুক্ত হয়ে আজ বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইট বিজি ০৮৯ (BG 089) যোগে তারা ব্যাংকক থেকে ঢাকা ফিরছেন। থাইল্যান্ডের বিমান বন্দরে কথা হয় যশোরের শার্শা থানার বাবুল হোসেনের ছেলে সাগর হোসেন, চৌগাছার সুলতান মিয়ারছেলে রশিদ,শার্শার বিপ্লব , মো ইউনুস ও চট্টগ্রামের বাঁশখালীর আলা আহম্মেদ এর ছেলে মো: মিয়ার সাথে।
এর মধ্যে যশোরের চৌগাছার রশীদ অভিযোগ করেন স্থানীয় ঝিকরগাছা উপজেলার গদখালী এলাকার মেম্বর শাহজাহান তাদের কাছ থেকে টাকা নিয়ে বিদেশে পাঠায়। বিদেশে থাকার সময় বাংলাদেশ দূতাবাস তাদের কোন প্রকার সহযোগীতা করেছে কিনা জানতে চাইলে অশ্রুসিক্ত ভাবে তারা জানান তাদের কোনদিন খোজই নেয়নি বাংলাদেশ দুতাবাস ।