News71.com
 Bangladesh
 15 Feb 16, 06:38 AM
 1108           
 0
 15 Feb 16, 06:38 AM

ভালোবাসার মাসুল, ভালোবাসা দিবসে ন্যাড়া করে গণপ্রহার দম্পতিকে ।।

ভালোবাসার মাসুল, ভালোবাসা দিবসে ন্যাড়া করে গণপ্রহার দম্পতিকে ।।

নিউজ ডেস্ক : ভালোবাসার মাসুল দিতে হলো তাদের। ঘণ্টার পর ঘণ্টা চলল অমানবিক নির্যাতন। মাথার চুল কেটে চুন ও কালি মাখিয়ে, গলায় জুতোর মালা ঝুলিয়ে দিলো গ্রামবাসী। ভালোবাসা দিবসে এভাবেই শাস্তি পেতে হলো এক আদিবাসী দম্পতিকে। ঘটনাটি ঘটেছে বাংলাদেশ সীমান্তে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালি এলাকায়।

আট বছর আগে ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন পরিমল এবং শীতলা। সন্দেশখালির আদিবাসী অধ্যুষিত গ্রামের মাতব্বরদের চোখে এটাই চরম অপরাধ। আট বছর পর তারই শাস্তি পেতে হলো এই দম্পতিকে। রবিবারই বসিরহাট মহকুমার সন্দেশখালি থানার গ্রামে ঝুপখালি ফিরেছিলেন দু’জন। ঘণ্টার পর ঘণ্টা নারী-পুরুষ সকলে মিলে মাথার চুল কেটে, চুন ও কালি মাখিয়ে, গলায় জুতোর মালা পরিয়ে দেন। এতো যে কাণ্ড তাতে পুলিশের কিন্তু দেখা মেলেনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন