News71.com
 Bangladesh
 15 Feb 16, 06:42 AM
 1252           
 0
 15 Feb 16, 06:42 AM

ডুমুরিয়ায় যৌতুকের দাবি পূরণে ব্যর্থ হওয়ায় স্বামী কর্তৃক স্ত্রী নির্যাতিত

ডুমুরিয়ায় যৌতুকের দাবি পূরণে ব্যর্থ হওয়ায় স্বামী কর্তৃক স্ত্রী নির্যাতিত

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা : স্বামীর চাহিদামত যৌতুক এনে দিতে না পারায় ডুমুরিয়ার পল্লীতে স্বামী কর্তৃক শারীরিক নির্যাতনের শিকার এক সন্তানের জননী গৃহবধূ পারুল বেগম(২১) । বর্তমানে তিনি ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বামীর দৈহিক নির্যাতনের যন্ত্রণায় ছটফট করছে। একমাত্র শিশুকন্যা সাদিয়া(৬) মায়ের যন্ত্রণা দেখেও সেও ঢুঁকরে কাঁদছে। নির্যাতনের চিহ্ন দেখার জন্য এলাকা থেকে দলে দলে নারী-পুরুষ স্বাস্থ্য কমপ্লেক্সে ভীড় জমাচ্ছে। ঘটনাটি ঘটেছে গত রবিবার দুপুরে উপজেলার শোভনা ইউনিয়নের গাবতলা গ্রামের স্বামী পীর মোহাম্মদ আলীর বাড়িতে।

এলাকাবাসী সুত্রে জানাযায় , গত ২০০৭ সালে ডুমুরিয়া উপজেলার গাবতলা গ্রামের মৃত সৈয়দ আলী হালদারের সেজ ছেলে পীর মোহাম্মদ হালদার(৩২) এর সাথে সামাজিক ভাবে পারুল বেগমের বিয়ে হয়। তাদের সংসারে সাদিয়া নামের ছয় বছরের একটি মেয়ে রয়েছে। কিন্ত বিয়ের পর থেকে প্রায়শই স্বামী যৌতুকের জন্য পারুল বেগমকে চাপাচাপি ও মারধর করে থাকে। এ নিয়ে বহুবার উভয় পরিবারের মধ্যে শালিশ বিচার হয়েছে।

পারুল বেগমের পিতা উপজেলার বামুন্দিয়া গ্রামের নূর ইসলাম মোড়ল মেয়ের সুখের সংসারের জন্য যথা সম্ভব যৌতুক দিয়ে শান্তি ফিরানোর চেষ্টা করেছেন। গতকাল সোমবার দুপুরে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মহিলা ওয়ার্ডে ১৭ নং বেডে কান্না জড়িত কন্ঠে পারুল বেগম একথা বলেন। তাছাড়া রবিবার দুপুরে স্বামী কর্তৃক শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের ক্ষত চিহ্ন দেখান ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন