নিউজ ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ডিআইজি মনিরুল ইসলাম বলেছেন, ইস্টার্ন ব্যাংকের এটিএম বুথ লুটের ঘটনা ব্যাংক কর্তৃপক্ষ বা ভুক্তভোগী কেউ পুলিশকে জানায়নি। পুলিশ গণমাধ্যমে খবর পেয়ে ছায়া তদন্ত শুরু করে। পরে ব্যাংক কর্তৃপক্ষ গুলশান থানায় একটি মামলা করে। বর্তমানে সেটির তদন্ত শুরু করেছে গোয়েন্দারা বিভাগ। আজ সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে মনিরুল ইসলাম এসব কথা বলেন। ডিএমপির গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ পুলিশ কমিশনার শেখ নাজমুল আলম বিপিএম, পিপিএম(বার) সহ মনিরুল ইসলামের সহকর্মীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
সামবাদিকদের ব্রিফিংএ সদ্য ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত গোয়েন্দা কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষায় সদা তৎপর রয়েছে পুলিশ। রোববার বিকেলে রাজধানীর মতিঝিলের দক্ষিণ কমলাপুর স্টেশন এলাকা থেকে নেশা মেশানো হালুয়াসহ অজ্ঞান পার্টির ৫ সদস্যকে আটক করেছে ডিএমপির গোয়েন্দা পুলিশ। আটকরা হলো-বাবুল, আলআমিন, মারুফ হোসেন, রানা মিয়া ও সামিদুল। তাদের কাছ থেকে নেশা জাতীয় ‘মুগাল্লিজ হালুয়া’ ও ‘আরবে খুরমা’র চারটি কৌটা উদ্ধার করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে, অজ্ঞানপার্টির একটি সংঘবদ্ধ দলের সদস্য তারা। মতিঝিল, পল্টন, শাহজাহানপুর এলাকার বাসস্ট্যান্ড এবং রেলওয়ে স্টেশন ও জনবহুল এলাকাগুলোকে বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করে। এরপর সুযোগ বুঝে কৌশলে ওই হালুয়া ও খুরমা খাইয়ে অজ্ঞান করে সর্বস্ব কেড়ে নেয় তারা।
রাজধানীর পল্লবী থেকে একইদিন বিকেলে ২০০ পিস ইয়াবাসহ মফিজুর রহমান ওরফে কামাল নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে গোয়েন্দারা।
এদিকে রোববার রাতে ডাকাতির প্রস্তুতিকালে মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান এলাকা থেকে ৫ জনকে আটক করা হয়েছে। আটকরা হলো- সঞ্জয় মণ্ডল ওরফে অসীম, আজীজুল শেখ ওরফে আশিকুল, খোরশেদ আলম ওরফে জামাই, মাহফুজ এবং পলাশ কবিরাজ ওরফে কালু।
এসময় ডাকাতির সরঞ্জামসহ বেশকয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করে গোয়েন্দারা। জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা ঢাকা ও রাজশাহীর বিভিন্ন জেলায় ডাকাতি করে। তাদের নামে মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, নড়াইল ও মাগুরায় একাধিক ডাকাতি মামলা আছে। এছাড়া তাদের আটকের পর মোহাম্মদপুর থানায়ও মামলা হয়েছে।