রাজশাহী সংবাদদাতা : প্রধান মন্ত্রীর নির্দেশনাকে উপেক্ষা করে রাজশাহীতে বেনো জলের মত জামাত - বিএনপির নেতাকর্মীরা ঢুকছে আওয়ামীলীগে। আর ঢোকামাত্র তারা দলীয়ভাবে পুরস্কৃতও হচ্ছেন। আর এ সমস্ত অভিযোগের আঙ্গুল রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের এমপি ওমর ফারুক চৌধুরীর দিকে। গত ১৩ ফেব্রুয়ারী আবারও এই সাংসদের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন বিএনপি-জামায়াতের শতাধিক নেতাকর্মী। আওয়ামিলীগের মত একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দলে এভাবে ঢালাও ভাবে লোক ঢুকানোকে ভালোভাবে নিচ্ছেন না দলের দীর্ঘ দিনের অনুসারিরা ।
আওয়ামিলীগের প্রবীন ও ত্যাগি নেতারা অভিযোগ করেছেন , জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী এর আগে গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদকে আওয়ামী লীগে যোগদান করিয়ে কাঁকনহাট পৌর আওয়ামী লীগে সভাপতি করেন। পরে তাকে দলীয় মনোনয়ন দিয়ে মেয়র নির্বাচিত হতেও সাহায্য করেন।
এছাড়া গোদাগাড়ী উপজেলা যুবদলের সাবেক সভাপতি রবিউল ইসলাম আওয়ামী লীগে আসার পর তাকে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করেন ওমর ফারুক চৌধুরী। তানোর উপজেলার বিএনপি সাবেক নেতা আব্দুল মালেককে দেন সরঞ্জাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির পদ। বিএনপি-জামায়াত নেতাকর্মীদের দলে এনে পদ-পদবী দেওয়ার আরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
বিগত ৯ ফেব্রুয়ারি উপজেলার পাঁচন্দর ইউনিয়নের দুবইল স্কুল মাঠে কৃষকদলের সভাপতি আবু তাহের, যুবদলের সহসভাপতি ইব্রাহিম হোসেন, যুবদল নেতা আবুল কাশেম, নজরুল ইসলাম, নাসির উদ্দিনসহ ১৩ নেতাকর্মী যুবলীগে যোগ দেন। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী ও উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না উপস্থিত ছিলেন।
এরপর ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় স্থানীয় গোল্লাপাড়া বাজার ফুটবল মাঠে তানোর পৌর বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও সাবেক মেয়র মোখলেছুর রহমান ফিরোজ সরকারের নেতৃত্বে বিএনপি-জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মী ওমর ফারুক চৌধুরীর হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দেন।
এরমধ্যে ছাত্র শিবিরের তানোর পূর্ব জেলার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সদস্য আব্দুস সবুর, থানা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রনি, সহদফতর সম্পাদক আলী হোসেন, প্রচার সম্পাদক সোহানুল হক পারভেজ ও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাসির হোসেনও রয়েছেন।
একদিন পর রোববার পৌর যুবলীগের নবনির্বাচিত কমিটির সদস্যরা এমপির বাসায় ফুলেল শুভেচ্ছা জানাতে যান। সেখানে ফুল নিয়ে হাজির হন উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল ওয়াহেদ মণ্ডল। ওমর ফারুক চৌধুরীর হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আওয়ামীলীগের একাধিক নেতাকর্মীর অভিযোগ, ওমর ফারুক চৌধুরী আওয়ামী লীগের স্বার্থের চেয়ে নিজের স্বার্থেই বিএনপি-জামায়াত নেতাকর্মীদের দলে ভেড়াচ্ছেন। এতে দলের ত্যাগী নেতাকর্মীরা কোনঠাসা হয়ে পড়ছেন।
তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানিয়েছেন, 'বিএনপির লোকজনকে যোগদান করানোর অনুষ্ঠানে আমিও ছিলাম। জামায়াত শিবিরের কাউকে নেয়া হয়নি।' শিবির নেতা আব্দুস সবুরের আওয়ামী লীগে আসা বিষয়ে তিনি বলেন, 'সবুর আগে কী ছিলো জানি না। এখন সে জামায়াত-শিবির করে না।'