নিউজ ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সাংবাদিক সমিতির প্রাক্তন সভাপতি ও বিডিনিউজের নিজস্ব প্রতিবেদক কাজী মোবারক হোসেনকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা । এ সময় আরো এক সাংবাদিক আহত হয়েছেন। আজ সোমবার বিকেল ৩টার দিকে জবির প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে কাজী মোবারক হোসেন এবং বাংলামেইলের নিজস্ব প্রতিবেদক ইমরান আহমেদ অপু মোটরসাইকেলযোগে ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় প্রধান ফটকের সামনে কয়েকজন ছাত্র তাদের ওপর হামলা করে। এ সময় জনৈক ইমরান বিশ্বাস চাপাতি দিয়ে মোবারকের মাথায় কোপ দেয়। এতে মোবারকের ডান চোখের উপরে গুরুতর জখম হয়। এ সময় তার মোটরসাইকেলে থাকা ইমরান আহমেদ অপু এগিয়ে আসলে তাকেও বেধড়ক মারধর করা হয়। আহত মোবারককে সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে কাজী মোবারক হোসেন জানান, তিনি মাস্টার্সের সনদ উত্তোলনের জন্য ক্যাম্পাসে গিয়েছিলেন। ফেরার পথে কয়েকজন সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। জবির উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান জানান, বিষয়টি তিনি শুনেছেন। হামলাকারীদের একজনকে শনাক্ত করা হয়েছে। শিগগির তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জবি ছাত্রলীগের সভাপতি এফ এম শরিফুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, ‘আহত সাংবাদিক মোবারক বঙ্গবন্ধুর আদর্শের ব্যক্তি এবং ছাত্রলীগকর্মী। তার ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ ভিত্তিহীন। যারা ছাত্রলীগের নাম ভাঙিয়ে এ ধরনের ঘটনা ঘটিয়েছে তারা সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সুপারিশ করেছি।