জাবি সংবাদাতা : সেন্টার ফর হেরিটেজ এডুকেশন বাংলাদেশ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রত্নতত্ত্ব বিভাগের সহায়তায় জহির রায়হান অডিটরিয়ামে গ্যালারীতে ভূমিকম্প, নেপালের সাংস্কৃতিক ঐতিহ্যের উপর কোন ধরনের প্রভাব ফেলেছে তার উপর স্টিফেন ইকার্ড ও রবিন লামার ডিটিজাল ভিডিও এবং আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে গত রবিবার থেকে চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত । প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৪.০০টা পর্যন্ত প্রদশর্নী সকলের জন্য উন্মুক্ত থাকবে। রবিন লামার সাথে কথা বলে জানা গেছে,তারা মূলত ঐতিহ্য রক্ষায় মানুষের সচেতনা বৃদ্ধির লক্ষ্যেই এ রকম প্রদর্শনীর আয়োজন করেছেন। স্টিফেন ইকার্ড বলেন,নেপাল ভূমিকম্পের কিছু বিরল আলোকচিত্র এখানে প্রদর্শীত হচ্ছে।আমরা ভূমিকম্পের চিত্রের সাথে একটি দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের ক্ষয়ক্ষতির চিত্রটাকে তুলে ধরার চেষ্টা করেছি।