News71.com
 Bangladesh
 03 Dec 24, 10:04 AM
 66           
 0
 03 Dec 24, 10:04 AM

তামাবিল স্থলবন্দর দিয়ে বন্ধ কয়লা-পাথর আমদানি॥

তামাবিল স্থলবন্দর দিয়ে বন্ধ কয়লা-পাথর আমদানি॥

 

নিউজ ডেস্কঃ সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ১৬ দিন ধরে কয়লা-পাথর আমদানি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। পাথরবাহী ট্রাকে কাদামাটি ও আবর্জনা এবং ওয়েট স্কেলে ওজন জটিলতার কারণে ক্ষতিগ্রস্ত হওয়া ক্ষুব্ধ ব্যবসায়ীরা আমদানি বন্ধ রেখেছেন। এতে স্থবিরতা নেমে এসেছে শুল্ক বন্দরটিতে। বিশেষ করে এ কয়দিন আমদানি বন্ধ থাকায় সরকার কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, পাথরবাহী ট্রাকে কাদামাটি, আবর্জনা থাকলেও ওয়েট স্কেলে কড়াকড়ি ওজন নির্ণয়ের কারণে কয়লা-পাথর আমদানি থেকে বিরত রয়েছেন তারা। এ অবস্থায় আমদানি অব্যাহত রাখলে পাথরবাহী প্রতি ট্রাকে ন্যূনতম ১০ হাজার টাকা করে লোকসান গুনতে হবে। বিষয়টি নিয়ে কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে কথা বললেও কোনো সুরাহা পাচ্ছেন না আমদানিকারকরা। যে কারণে বাধ্য হয়ে আমদানি বন্ধ রেখেছেন তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন