News71.com
 International
 24 Mar 25, 11:46 AM
 72           
 0
 24 Mar 25, 11:46 AM

হামাসের নতুন প্রধানমন্ত্রীকেও হত্যা করলো ইসরায়েল॥

হামাসের নতুন প্রধানমন্ত্রীকেও হত্যা করলো ইসরায়েল॥

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের গাজায় হামাসের নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুম নিহত হয়েছেন। মাত্র এক সপ্তাহেরও কম সময় আগে তিনি উপত্যকাটির প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন। গত ১৮ মার্চ গাজার তৎকালীন প্রধানমন্ত্রী ইশাম দা-লিসকে হত্যা করে ইসরায়েল। এরপর তার স্থলাভিষিক্ত হন ইসমাইল বারহুম। তবে মাত্র কয়েক দিনের মধ্যেই তাকেও হত্যা করা হলো। দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বারহুমের নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। রোববার (২৪ মার্চ) রাতে দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই হামলাতেই ইসমাইল বারহুম নিহত হন। হামাসও বারহুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন