News71.com
 International
 28 Apr 25, 10:49 PM
 6           
 0
 28 Apr 25, 10:49 PM

ট্রাম্পের বাণিজ্য নীতির বিরুদ্ধে অবস্থান নিতে বৈঠকে ব্রিকস দেশগুলো॥

ট্রাম্পের বাণিজ্য নীতির বিরুদ্ধে অবস্থান নিতে বৈঠকে ব্রিকস দেশগুলো॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রাজিলে ব্রিকস দেশগুলোর শীর্ষ কূটনীতিকদের সোমবার (২৮ এপ্রিল) একটি বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে। সেখানে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আক্রমণাত্মক বাণিজ্য নীতির প্রেক্ষিতে একটি ঐক্যবদ্ধ অবস্থান উপস্থাপন করবেন। চলতি সপ্তাহে ট্রাম্পের নতুন শুল্ক নীতির কারণে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস হ্রাস করার প্রেক্ষাপটে এই বৈঠকটি বিশ্বঅর্থনীতির একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে।

জোটের বর্তমান সভাপতি ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকাসহ বাণিজ্য ব্লকটির কূটনীতিকরা রিও ডি জেনেইরোতে দুই দিনব্যাপী বৈঠকে অংশগ্রহণ করবেন। এটি জুলাইয়ে অনুষ্ঠিত একটি শীর্ষ সম্মেলনের জন্যও প্রস্তুতি হিসেবে কাজ করবে। ব্রাজিলের ব্রিকস প্রতিনিধি মাউরিসিও লিরিও সাংবাদিকদের জানান, মন্ত্রীরা একটি ঘোষণাপত্র নিয়ে আলোচনা করছেন, যা বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থা এবং এর গুরুত্ব পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্য রাখবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন