News71.com
 International
 04 Apr 25, 11:22 AM
 43           
 0
 04 Apr 25, 11:22 AM

বিশ্বব্যাপী বাণিজ্যযুদ্ধ শুরু করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প॥

বিশ্বব্যাপী বাণিজ্যযুদ্ধ শুরু করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প॥

আন্তর্জাতিক ডেস্ক: হুট হাট করে সিদ্ধান্ত নেওয়া আর বেফাঁস মন্তব্যের কারণে নিজের প্রথম মেয়াদেও সমালোচনার শিকার হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই বাঁধিয়ে দিয়েছেন যুদ্ধ। আর সেই যুদ্ধে টেনে এনেছেন পুরো বিশ্বকে। ট্রাম্প শুরু করলেন বাণিজ্যের বিশ্বযুদ্ধ।  অথচ ক্ষমতায় যাবার আগে ট্রাম্প বলেছিলেন, তিনি সব যুদ্ধ বন্ধ করে দেবেন। শান্তি আনবেন পুরো বিশ্বে। কিন্তু হোয়াইট হাউজের মসনদে বসার কয়েক মাসের মধ্যেই সব উলট-পালট করে দিলেন তিনি।

প্রচলিত কোনো নিয়ম নীতির তোয়াক্কা করেন না ট্রাম্প। নীল ছবির তারকার সঙ্গে সম্পর্ক থেকে শুরু করে ব্যবসায়িক তথ্য নিয়ে গোপনীয়তা, সব জায়গাতেই ট্রাম্পের বিচরণ রয়েছে অবারিত। এমনকি ব্যবসায়িক নথিপত্রে তথ্য গোপনের মামলায় দোষীও সাব্যস্ত হয়েছিলেন ট্রাম্প। তাই নির্বাচনে দাঁড়াতে পারবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। শেষ পর্যন্ত নির্বাচনে দাঁড়িয়ে জিতেও নিয়েছেন মার্কিনিদের মন।২য় মেয়াদে ক্ষমতায় বসেই মার্কিন প্রচলিত রীতির বাইরে হুটহাট বড়বড় সিদ্ধান্ত নিতে থাকেন ট্রাম্প। ইউক্রেন থেকে মুখ ফিরিয়ে নেওয়া, গাজা দখলের পরিকল্পনা প্রণয়ন, ইরানে সরাসরি হামলার পরিকল্পনা এবং সর্বশেষ বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ। ট্রাম্পের এসব নীতিতে এখন নড়বড়ে বিশ্বব্যবস্থা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন