News71.com
 International
 04 Apr 25, 11:40 PM
 60           
 0
 04 Apr 25, 11:40 PM

মার্কিন মুলুকে শক্তিশালী টর্নেডোর হানা॥নিহত ৭ আহত শতাধিক

মার্কিন মুলুকে শক্তিশালী টর্নেডোর হানা॥নিহত ৭ আহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্য শক্তিশালী ঝড় ও টর্নেডোর আঘাতে বিধ্বস্ত হয়েছে। এতে নিহত হয়েছেন অন্তত ৭ জন ও আহত হয়েছেন শতাধিক মানুষ। জানা গেছে, টর্নেডোর আশঙ্কা এখনো কাটেনি। বেশ কয়েকটি অঙ্গরাজ্য টানা ভারি বৃষ্টিপাতের কারণে ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে বলেও সতর্কবার্তা জারি করা হয়েছে।স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে একাধিক টর্নেডো আঘাত হানে। ঝড় ও টর্নেডোর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আরকানসাস, মিসৌরি ও টেনেসি অঙ্গরাজ্যে। বেশ কয়েকজনের প্রাণহানি হয়েছে বলে জানা গেছে। আহত হয়েছেন বহু মানুষ। এখনো নিখোঁজ আছেন অনেকে। ওকলাহোমা থেকে ইন্ডিয়ানা পর্যন্ত বিস্তৃত ঝড়ে বহু বাড়িঘর ধসে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন স্থাপনা। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন অঙ্গরাজ্যগুলোর লাখ লাখ বাসিন্দা। এদিকে, ঝড়ের আশঙ্কা এখনো শেষ হয়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া দফতর।  বিশেষজ্ঞরা বলছেন, প্রচুর জলীয় বাষ্প, অস্বাভাবিক উষ্ণতা ও শক্তিশালী বাতাসের কারণে ঝড় আরও তীব্র হচ্ছে।  

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন