News71.com
 International
 10 Apr 25, 08:45 AM
 47           
 0
 10 Apr 25, 08:45 AM

ট্র ন্সশিপমেন্ট বাতিলে নেপাল-ভুটানে বাংলাদেশের পন‍্য রপ্তানিতে কোন প্রভাব পড়বে না॥ ভারত

ট্র ন্সশিপমেন্ট বাতিলে নেপাল-ভুটানে বাংলাদেশের পন‍্য রপ্তানিতে কোন প্রভাব পড়বে না॥ ভারত

নিউজ ডেস্ক: বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহারের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার (৯ এপ্রিল) স্পষ্টভাবে জানিয়েছে, এ সিদ্ধান্তের ফলে ভারতীয় ভূখণ্ড হয়ে নেপাল বা ভুটানে বাংলাদেশের পণ্য রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না। সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, 'বাংলাদেশকে দেওয়া দীর্ঘদিনের ট্রান্সশিপমেন্ট সুবিধা আমাদের বিমানবন্দর ও সমুদ্রবন্দরগুলোতে তীব্র পণ্যজট তৈরি করছিল। এতে লজিস্টিকস সমস্যা ও অতিরিক্ত ব্যয় আমাদের নিজস্ব রপ্তানি কার্যক্রমকে ব্যাহত করছিল। এসব কারণেই ৮ এপ্রিল ২০২৫ তারিখে সুবিধাটি প্রত্যাহার করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'এটা স্পষ্টভাবে জানাতে চাই, এই সিদ্ধান্ত ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে নেপাল বা ভুটানে বাংলাদেশের পণ্য রপ্তানিতে কোনো ধরনের প্রভাব ফেলবে না।'গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) ভারতের সেন্ট্রাল বোর্ড অভ ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (সিবিআইসি) একটি সার্কুলার জারি করে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে। এর মাধ্যমে বাংলাদেশের ভারতীয় সীমান্ত দিয়ে তৃতীয় দেশে পণ্য রপ্তানির যে অনুমতি ছিল, তা প্রত্যাহার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন