News71.com
 International
 10 Apr 25, 02:20 PM
 47           
 0
 10 Apr 25, 02:20 PM

ইসরায়েলের দিকে হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র পড়ল সৌদি আরবে॥

ইসরায়েলের দিকে হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র পড়ল সৌদি আরবে॥

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে। তবে সেই ক্ষেপণাস্ত্র সৌদি আরবে পড়েছে বলে জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে। আর্মি রেডিওর প্রতিবেদনে বলা হয়েছে, এনিয়ে দ্বিতীয়বারের মতো হুতির ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত না হেনে সৌদি আরবে পড়ল।   টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, হুতিরা স্থানীয় সময় বুধবার (৯ এপ্রিল) রাত ৯টার দিকে ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্রটি ছোড়ে। তবে এটি মাঝপথে সৌদতে পড়ে। তবে সৌদি আরবের ঠিক কোথায় পড়েছে তা বলা হয়নি।প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করতে সক্ষম হয়। তবে ইসরায়েলে এনিয়ে কোনো সাইরেন বাজানো হয়নি। কারণ ক্ষেপণাস্ত্রটি কোনো হুমকি তৈরি করেনি। এদিকে এই ঘটনায় সৌদি বা হুতি কোনো মন্তব্য করেননি। তবে হুতির পক্ষ থেকে বলা হয়েছে, তারা ইসরায়েলকে লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালিয়েছে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন