News71.com
 International
 12 Apr 25, 12:28 PM
 20           
 0
 12 Apr 25, 12:28 PM

আরব আমিরাতের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে সুদানের মামলা॥

আরব আমিরাতের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে সুদানের মামলা॥

আন্তর্জাতিক ডেস্ক: দারফুর অঞ্চলে সংঘটিত গণহত্যার অভিযোগে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে (আইসিজে) মামলা করেছে দক্ষিণ আফ্রিকার দেশ সুদান। দেশটির অভিযোগ, সংযুক্ত আরব আমিরাত দারফুরে আধা সামরিক বাহিনীকে সমর্থন দিয়ে গণহত্যা কনভেনশন লঙ্ঘন করেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার সুদানের একটি প্রতিনিধিদল আন্তর্জাতিক আদালতে আমিরাতের বিরুদ্ধে এই মামলা করে। হেগে অবস্থিত এই আদালত সুদানের অভিযোগ শুনেছেন। সুদানের ভারপ্রাপ্ত বিচারমন্ত্রী মুয়াওইয়া ওসমান আদালতে বলেন, আরব আমিরাতের সমর্থন ও মদদে র‍্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) ও তাদের মিত্র আরব মিলিশিয়া বাহিনী ২০২৩ সালে পশ্চিম দারফুরে মাসালিত গোত্রের বিরুদ্ধে সংঘটিত গণহত্যায় জড়িত ছিল। তিনি আদালতকে আমিরাতের এই সহায়তা বন্ধে জরুরি ব্যবস্থা নিতে অনুরোধ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন