আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও সৌদি আরব পারমাণবিক প্রযুক্তি সংশ্লিষ্ট একটি চুক্তি সই করবে। রোববার (১৩ এপ্রিল) সৌদির রাজধানীতে এক সংবাদ সম্মেলনে মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট জানিয়েছেন, বেসামরিক পারমাণবিক প্রযুক্তি ও জ্বালানি সহযোগিতার বিষয়ে একটি প্রাথমিক চুক্তি সই করবে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। মার্কিন কর্মকর্তা বলেন, দুই দেশের মধ্যে পারমাণবিক সহযোগিতার বিশদ বিবরণ এই বছরের শেষের দিকে আসবে। এই সহযোগিতা সৌদি আরবে একটি বাণিজ্যিক পারমাণবিক বিদ্যুৎ শিল্প গড়ে তোলার ওপর দৃষ্টি জোর দেবে। মার্কিন কর্মকর্তা বলেন, সৌদি আরবের বেসামরিক পারমাণবিক শিল্প বিকাশে রিয়াদের সঙ্গে দীর্ঘমেয়াদী সহযোগিতা আশা করে ওয়াশিংটন।