News71.com
 International
 14 Apr 25, 11:02 AM
 45           
 0
 14 Apr 25, 11:02 AM

ভারতের অন্ধ্রপ্রদেশে বাজি কারখানায় বিস্ফোরণ॥ ৮ শ্রমিকের মৃত্যু

ভারতের অন্ধ্রপ্রদেশে বাজি কারখানায় বিস্ফোরণ॥ ৮ শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক: অন্ধ্রপ্রদেশের আনাকপল্লি জেলার কোটাভুরাতলা এলাকায় একটি অবৈধ বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (১৩ এপ্রিল) ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত আটজন শ্রমিক প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, কারখানাটিতে প্রথমে একটি বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং পুরো কারখানাটি ভস্মীভূত হয়ে যায়। এখনো পর্যন্ত নিশ্চিত নয়, কারখানাটির বৈধ সরকারি অনুমোদন ছিল কিনা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন