আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের রাস ইসা তেল বন্দরে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন ১০২ জন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, হুথি-সমর্থিত গণমাধ্যমের বরাতে এ খবর জানা গেছে। বৃহস্পতিবারের এই হামলাকে দেশটিতে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রাণঘাতী হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে। আল মাসিরাহ টেলিভিশনের খবরে বলা হয়েছে, হোদাইদা স্বাস্থ্য অফিসের তথ্য অনুযায়ী এই হতাহতের সংখ্যা নিশ্চিত করা হয়েছে। মার্কিন সেনাবাহিনী জানায়, এই হামলার উদ্দেশ্য ছিল হুথি যোদ্ধাদের জ্বালানির উৎস ধ্বংস করে তাদের সামরিক সক্ষমতা হ্রাস করা। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক সামাজিক মাধ্যমে পোস্টে বলে, “এই হামলার লক্ষ্য ছিল হুথিদের অর্থনৈতিক শক্তির উৎসকে দুর্বল করা, যারা তাদের নিজ দেশের মানুষদের ওপর দুঃখ-কষ্ট চাপিয়ে যাচ্ছে।