আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মাদক ও সন্ত্রাসবিরোধী লড়াইয়ে আফগানিস্তানের সঙ্গে পারস্পরিক লাভজনক সম্পর্ক গড়ে তুলতে চায় তারা। কাবুলে ইসলামিক স্টেটের শাখার বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার জন্য আফগানিস্তানকে ধন্যবাদ জানিয়েছে মস্কো। এছাড়াও, আফগানিস্তানের কৌশলগত অবস্থানকে কাজে লাগিয়ে ভবিষ্যতে জ্বালানি ও অবকাঠামোগত প্রকল্পে বিনিয়োগ এবং বাণিজ্যিক সম্পর্ক জোরদারের পরিকল্পনা করছে রাশিয়া।
২০২৪ সালের মার্চ মাসে মস্কোর একটি কনসার্ট হলে বন্দুকধারীদের হামলায় ১৪৫ জন নিহত হয়। ইসলামিক স্টেট এই হামলার দায় স্বীকার করে। মার্কিন গোয়েন্দাদের দাবি, আফগান শাখা ইসলামিক স্টেট খোরাসান (আইএসআইএস-কে) এই হামলার পেছনে ছিল। তালেবান দাবি করছে, তারা আফগানিস্তানে ইসলামিক স্টেটের উপস্থিতি সম্পূর্ণরূপে নির্মূল করার চেষ্টা করছে। তবে পশ্চিমা কূটনীতিকরা বলছেন, তালেবান নারীদের অধিকার বিষয়ে অবস্থান পরিবর্তন না করলে আন্তর্জাতিক স্বীকৃতির পথ অবরুদ্ধ থাকবে। তালেবান নারীদের জন্য স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছে এবং পুরুষ অভিভাবক ছাড়া চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। তারা বলছে, ইসলামী শরিয়ার কঠোর ব্যাখ্যার আলোকে তারা নারীদের অধিকার সম্মান করে।