News71.com
 International
 18 Apr 25, 01:53 PM
 30           
 0
 18 Apr 25, 01:53 PM

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি॥নিহত ২

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি॥নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবারও বন্দুক সহিংসতার ঘটনা ঘটেছে। ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির (এফএসইউ) টালাহাসি প্রধান ক্যাম্পাসে এক বন্দুকধারীর গুলিতে অন্তত দুজন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন কর্মকর্তা। গুলিবিদ্ধ হয়েছেন বন্দুকধারী নিজেও। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।  এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ প্রধান জেসন ট্রামবোয়ার। তাঁর দেওয়া তথ্যমতে, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১১টা ৫০ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এলোপাতাড়ি গুলি শুরু হয়। 

বিশ্ববিদ্যালয় পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে বন্দুকধারীকে নিষ্ক্রিয় করে গ্রেপ্তার করে। টালাহাসি পুলিশ প্রধান লরেন্স রেভেল জানান, সন্দেহভাজন বন্দুকধারী নির্দেশ মানেনি বিধায় গুলি চালাতে বাধ্য হয় পুলিশ।  বন্দুকধারীর গুলিতে নিহত দুজন এফএসইউয়ের শিক্ষার্থী ছিলেন না। পুলিশের তথ্যমতে, নিহত ওই দুজন ছাড়া আরও পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। এই বন্দুক সহিংসতার ঘটনায় ৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, ৬ষ্ঠ ব্যক্তি সন্দেহভাজন বন্দুকধারী। এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। কিন্তু, তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্মকর্তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন