News71.com
 International
 18 Apr 25, 11:10 PM
 32           
 0
 18 Apr 25, 11:10 PM

ইরানের স্বার্থকে সম্মান করে চুক্তি হলে সমর্থন করবে রাশিয়া॥ল্যাভরভ

ইরানের স্বার্থকে সম্মান করে চুক্তি হলে সমর্থন করবে রাশিয়া॥ল্যাভরভ

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বস্তুনিষ্ঠ এবং পারস্পরিকভাবে গ্রহণযোগ্য চুক্তি অর্জনের ইচ্ছাকে রাশিয়া স্বাগত জানায় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সম্ভাব্য পারমাণবিক চুক্তিতে সহায়তা করতে মস্কো প্রস্তুত, যদি এই ধরনের চুক্তি ইরানের স্বার্থকে সম্মান করে।ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে আলোচনার পর জোর দিয়ে বলেন, আমরা যতদূর দেখতে পাচ্ছি - বস্তুনিষ্ঠ এবং পারস্পরিকভাবে গ্রহণযোগ্য চুক্তি অর্জনের জন্য ইচ্ছুকতাকে স্বাগত জানাই, যার মধ্যে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে চুক্তিগুলো নিয়ে আলোচনা করছে, সেগুলোও অন্তর্ভুক্ত।ল্যাভরভ আরও বলেন, রাশিয়া অবশ্যই এই  প্রক্রিয়াটি সহজতর করতে প্রস্তুত এবং ইরানের বৈধ স্বার্থ বিবেচনায় নেওয়া চুক্তিগুলোকে সমর্থন করার জন্য যথাসাধ্য চেষ্টা করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন