News71.com
 International
 20 Apr 25, 02:33 PM
 30           
 0
 20 Apr 25, 02:33 PM

অস্ট্রেলিয়া উপকূলে ভয়াবহ ঢেউয়ের তাণ্ডবে প্রান হারালেন ৫ জন॥

অস্ট্রেলিয়া উপকূলে ভয়াবহ ঢেউয়ের তাণ্ডবে প্রান হারালেন ৫ জন॥

আন্তর্জাতিক ডেস্ক: ভিক্টোরিয়া পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই নারীদের একজন নিজে নিজে উপকূলে ফিরে এলেও অপর নারী ও পুরুষ তা পারেননি। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভিক্টোরিয়ার প্রিমিয়ার জাসিনতা অ্যালান। তিনি বলেন, 'ইস্টার সপ্তাহান্তে এমন করুণ ঘটনার সূচনা সত্যিই দুঃখজনক। যেকোনো মানুষের এমন মৃত্যু মর্মান্তিক, সামনে হয়তো আরও খারাপ খবর অপেক্ষা করছে। অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলজুড়ে এখনো আছড়ে পড়ছে বিশাল ঢেউ।   দাতব্য সংস্থা সার্ফ লাইফ সেভিং অস্ট্রেলিয়ার প্রধান অ্যাডাম ওয়েয়ার ছুটির দিনে ঘুরতে যাওয়া পর্যটকদের টহল দেওয়া সৈকত বেছে নিতে অনুরোধ করেছেন।  তিনি বলেন, 'গত ১০ বছরে টহলবিহীন সৈকতে ৬৩০ জন মানুষের মৃত্যু হয়েছে। সাগর তীরবর্তী এলাকাগুলোতে অনেক সময় অদৃশ্য ও অনাকাঙ্ক্ষিত বিপদ লুকিয়ে থাকে। তাই আমাদের পরামর্শ হলো: থামুন, চারপাশ দেখুন এবং নিরাপদে থাকুন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন