News71.com
 International
 26 Apr 25, 01:12 PM
 14           
 0
 26 Apr 25, 01:12 PM

ভারতে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদের খুঁজে ফেরত পাঠাতে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর॥

ভারতে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদের খুঁজে ফেরত পাঠাতে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর॥

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজ্যগুলোতে থাকা পাকিস্তানিদের শনাক্ত করে দ্রুত তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করুন। এই মর্মে দেশটির প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দপ্তর থেকে এ নিয়ে সরকারি বিজ্ঞপ্তি না দিলেও জানা যায়, শুক্রবার (২৫ এপ্রিল) দেশের সব মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন তিনি।  সেখানেই তিনি জানিয়েছেন, সংশ্লিষ্ট রাজ্যে কোনো পাকিস্তানের নাগরিক আছেন কিনা, তা খতিয়ে দেখতে হবে। 

যদি কেউ থেকে থাকেন, তাদের শনাক্ত করে পাকিস্তানে ফেরত পাঠাতে হবে। যদিও পশ্চিমবঙ্গের নিরিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফেও আনুষ্ঠানিকভাবে এনিয়ে কিছু জানানো হয়নি।  গতকালই পাকিস্তানিদের বিরুদ্ধে কূটনৈতিক পদক্ষেপ নিয়ে নয়াদিল্লি জানিয়ে দিয়েছে, সে দেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ রাখা হচ্ছে। পাশাপাশি আগের দেওয়া ভিসাও বাতিল করার কথা জানিয়েছে ভারত।  ২৪ এপ্রিল ভারত জানিয়ে দিয়েছে, ভারতে অবস্থানরত পাকিস্তানিদের আগামী ২৭ এপ্রিলের মধ্যে ভারত ছাড়তে হবে। সেই মোতাবেক ৭২ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে হবে। শুধুমাত্র বর্ধিত করা হয়েছে চিকিৎসা ভিসায়। সেখানে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন