News71.com
 International
 24 Apr 25, 04:34 PM
 24           
 0
 24 Apr 25, 04:34 PM

ডিজিটাল নীতিমালা লঙ্ঘনের দায়ে অ্যাপল ও মেটাকে ৬০ কোটি পাউন্ড জরিমানা করল ইইউ॥

ডিজিটাল নীতিমালা লঙ্ঘনের দায়ে অ্যাপল ও মেটাকে ৬০ কোটি পাউন্ড জরিমানা করল ইইউ॥

আন্তর্জাতিক ডেস্ক: ডিজিটাল প্রতিযোগিতা নীতিমালা লঙ্ঘনের অভিযোগে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল ও মেটাকে ৬০ কোটি পাউন্ড জরিমানা করেছে ইউরোপীয় কমিশন। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন ‘ডিজিটাল মার্কেটস অ্যাক্ট’ (ডিএমএ) অনুসারে এই দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। জরিমানার মধ্যে সবচেয়ে বড় অঙ্কেরটি পড়েছে অ্যাপলের ওপর। গ্রাহকদের অ্যাপ স্টোরের বাইরের সস্তা বিকল্প থেকে বঞ্চিত করে একচেটিয়া বাজার সুবিধা নেওয়ার দায়ে প্রতিষ্ঠানটিকে ৪২ কোটি ৮৪ লাখ পাউন্ড জরিমানা করা হয়েছে।  

অন্যদিকে, ইইউ সদস্য দেশগুলোতে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের টার্গেটেড বিজ্ঞাপন এড়াতে অর্থ প্রদান কিংবা বিজ্ঞাপন দেখার বাধ্যবাধকতার অপশন দেওয়ার কারণে মেটাকে ১৭ কোটি ১৪ লাখ পাউন্ড জরিমানা করা হয়েছে।  ইউরোপীয় কমিশনের দাবি, মেটার এমন পদ্ধতি ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ব্যবহারে যথাযথ সম্মতির সুযোগ দেয় না, যা ডিএমএ’র স্পষ্ট লঙ্ঘন। কমিশনের মতে, এই আইন প্রযুক্তি খাতে প্রতিযোগিতা নিশ্চিত করতে তৈরি হয়েছে এবং কোনো প্রতিষ্ঠান একচেটিয়া প্রভাব বিস্তার করতে পারবে না।কমিশনের ‘ক্লিন, জাস্টিস অ্যান্ড কম্পিটিটিভ ট্রানজিশন’ বিভাগের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট টেরিজা রিবেরা বলেছেন, 'অ্যাপল ও মেটা ব্যবহারকারীদের বিকল্পের সুযোগ সীমিত করে ডিএমএ লঙ্ঘন করেছে। তাই আইন অনুযায়ী আমরা কঠোর ও সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়েছি।' 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন