আন্তর্জাতিক ডেস্ক: ২০৩৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তি পরিচালনা ও আধুনিকীকরণের ব্যয় ৯৪৬ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। এটি ২০২৩ সালের অনুমানের চেয়ে ২৫% বেশি। বৃহস্পতিবার নির্দলীয় কংগ্রেসনাল বাজেট অফিসের একটি প্রতিবেদনের বরাতে রয়টার্স এ খবর জানিয়েছে। বিশ্লেষকরা বলছেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পারমাণবিক অস্ত্রাগার পরিচালনা ও আধুনিকীকরণের ব্যয়ের ব্যাপক বৃদ্ধি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০২৬ অর্থবছরে প্রতিরক্ষা বাজেট ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার প্রতিশ্রুতিকে জটিল করে তুলবে। পারমাণবিক অস্ত্রের ব্যয় পেন্টাগন এবং মার্কিন অস্ত্রাগারের তত্ত্বাবধায়ক জ্বালানি বিভাগের মধ্যে ভাগ করা হয়। অস্ত্র নিয়ন্ত্রণ সমিতির (অ্যাডভোকেসি গ্রুপ) প্রধান ড্যারিল কিমবল বলেন, বিদ্যমান পারমাণবিক আধুনিকীকরণ কর্মসূচির খরচ প্রত্যাশার চেয়েও বেশি বেড়ে যাচ্ছে। কংগ্রেসনাল বাজেট অফিসে সতর্ক করে দিয়েছে, আগামী বছরগুলোতে কংগ্রেসকে সিদ্ধান্ত নিতে হবে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের কোন পারমাণবিক শক্তি প্রয়োগ করা উচিত এবং সেই অনুযায়ী জাতি কতটা আধুনিকীকরণ করতে হবে। ট্রাম্প এখনো তার পারমাণবিক অস্ত্র কৌশল নির্ধারণ করেননি বা সেই কৌশল তত্ত্বাবধানের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ঘোষণা করেননি।