News71.com
 Bangladesh
 09 Sep 25, 10:19 PM
 59           
 0
 09 Sep 25, 10:19 PM

মন্ত্রীদের ৬০ গাড়ি কেনার প্রস্তাব বাতিল করে মাঠ প্রশাসনের জন‍্য ৩০০টি গাড়ি কিনছে সরকার॥  

মন্ত্রীদের ৬০ গাড়ি কেনার প্রস্তাব বাতিল করে মাঠ প্রশাসনের জন‍্য ৩০০টি গাড়ি কিনছে সরকার॥   

নিউজ ডেস্কঃ আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাব বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। তিনি বলেন, আগামী নির্বাচনে দায়িত্ব পালনে মাঠ প্রশাসনের ব্যবহারের জন্য ৩০০ গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে মন্ত্রীদের জন্য গাড়ি কেনার প্রস্তাবটি গ্রহণ করা হয়নি। একই অনুষ্ঠানে ড. সালেহউদ্দিন আরও জানান, জাপানে এক লাখ কর্মী পাঠানো হবে। জাপানি ভাষা জানলেই চাকরির সুযোগ মিলবে, পাশাপাশি যেকোনো দক্ষতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন