News71.com
 Bangladesh
 11 Sep 25, 11:14 AM
 93           
 0
 11 Sep 25, 11:14 AM

ঢাকা-কাঠমান্ডু রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট স্থগিত॥  

ঢাকা-কাঠমান্ডু রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট স্থগিত॥   

নিউজ ডেস্কঃ নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করার পরেও দেশটিতে অশান্তি অব্যাহত রয়েছে। জেন-জি তরুণদের বিক্ষোভের কারণে অস্থিরতা চলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নেপালে সেনা মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সাময়িকভাবে নিষেধাজ্ঞা আরোপ হয়েছে বাসিন্দাদের চলাচল, জমায়েত, মিছিল ও সমাবেশের ওপর। বিভিন্ন স্থানে চলছে বিশেষ অভিযান।দেশটিতে উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা-কাঠমান্ডু রুটে বিমানের ফ্লাইট স্থগিত করা হয়েছে।

বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপালে উদ্ভূত পরিস্থিতিতে নেপাল সরকার বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিট পর্যন্ত ফ্লাইট পরিচালনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই প্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আজকের ঢাকা-কাঠমান্ডু-ঢাকা ফ্লাইটটি স্থগিত করা হয়েছে। মঙ্গলবারের (০৯ সেপ্টেম্বর) ও আজকের স্থগিতকৃত ফ্লাইটসমূহ পরিচালনার বিষয়ে পরবর্তী নির্দেশনা পাওয়া মাত্র যাত্রীদের জানানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন