News71.com
 Bangladesh
 11 Sep 25, 11:14 AM
 71           
 0
 11 Sep 25, 11:14 AM

নেপালে আটকে পড়া বাংলাদেশিরা নিরাপদে আছেন॥পররাষ্ট্র উপদেষ্টা  

নেপালে আটকে পড়া বাংলাদেশিরা নিরাপদে আছেন॥পররাষ্ট্র উপদেষ্টা   

নিউজ ডেস্কঃ পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, নেপালে আটকে পড়া বাংলাদেশিরা নিরাপদে আছেন। এ ছাড়া ঢাকা-কাঠমান্ডু রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক হলেই তারা ফিরতে পারবেন। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা জানান। নেপালের রাজনৈতিক অস্থিরতার মধ্যে সেখানে বাংলাদেশি নাগরিকরা আটকে পড়েছেন। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানান, জাতীয় দলের ফুটবলারসহ সবাই নিরাপদে আছেন। পরিস্থিতি শান্ত হলেই তারা ফেরত আসতে পারবেন।

তৌহিদ হোসেন বলেন, এয়ারপোর্ট যতক্ষণ পর্যন্ত না খুলছে, কিছু তো করা যাবে না। এমন নয় যে ভারতের ভেতর দিয়ে আনা যাবে, কারণ তাদের কারও তো ভারতের ভিসা নেই। কাজেই আমাদের অপেক্ষা করতে হবে। একটা ভালো জিনিস যেটা হয়েছে, সেটা হলো তারা (বিক্ষোভকারীরা) তাদের রাজনীতিবিদদের খুঁজতে গিয়েছিল হোটেলে, সেখানে গিয়ে বাংলাদেশের ফুটবল টিমকে দেখে কিন্তু তারা সম্মানের সাথে সরে গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন