News71.com
 Entertaintment
 11 Feb 25, 05:44 PM
 44           
 0
 11 Feb 25, 05:44 PM

সুস্থ হয়েই নতুন গান গাইলেন বাংলার কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন॥

সুস্থ হয়েই নতুন গান গাইলেন বাংলার কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন॥
বিনোদন ডেস্কঃ শারীরিকভাবে খানিকটা সুস্থ হয়ে উঠেছেন বাংলা গানের কিংবদন্তি সাবিনা ইয়াসমিন। সুস্থ হয়েই নতুন গানে কন্ঠ দিয়েছেন তিনি। দেশের এই গানটি লিখেছেন বরেণ্য গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান। গানটির সুর ও সংগীত করেছেন শওকত আলী ইমন। সাবিনা ইয়াসমিনের সঙ্গে গানটিতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন সৈয়দ আব্দুল হাদীসহ এই প্রজন্মের আরও দশজন শিল্পী। তাদের মধ্যে একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী আতিয়া আনিসা। গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) সাবিনার সঙ্গে একটি ছবি পোস্ট করে আতিয়া আনিসা ফেসবুকে লিখেছেন, ‘আজ আমার জীবনের এক স্মরণীয় দিন! জীবনে প্রথমবারের মতো কিংবদন্তি গায়িকা সাবিনা ইয়াসমিন ম্যামের সঙ্গে দেখা হলো এবং উনার সঙ্গে গান গাওয়ার দুর্লভ সুযোগ পেলাম। তার কণ্ঠের জাদু শুনে আমরা বড় হয়েছি, আর আজ সেই কণ্ঠের সঙ্গে একটি দেশের গানে গলা মেলাতে পারাটা ছিল স্বপ্নের মতো। এত বড় মাপের একজন শিল্পী হয়েও তিনি দারুণ আন্তরিক, যা আমাকে আরও অনুপ্রাণিত করেছে। স্টুডিওতে তার সঙ্গে সময় কাটানো, তার কাছ থেকে শিখতে পারা- এ অভিজ্ঞতা কখনো ভুলবো না। এটা নিঃসন্দেহে আমার সংগীতজীবনের অন্যতম সেরা মুহূর্ত।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন