News71.com
 Entertaintment
 05 Nov 23, 10:37 AM
 151           
 0
 05 Nov 23, 10:37 AM

চিত্রনায়িকা বুবলীর সঙ্গে গানবাংলার তাপসের প্রেমের গুঞ্জন!

চিত্রনায়িকা বুবলীর সঙ্গে গানবাংলার তাপসের প্রেমের গুঞ্জন!

বিনোদন ডেস্কঃ হঠাৎ করে শনিবার সকাল থেকেই চিত্রনায়িকা বুবলী ও গানবাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের প্রেমের খবরে সরগরম সোশ্যাল মিডিয়া। আর এই খবর ছড়িয়েছে তাপসের স্ত্রী গানবাংলা টিভির চেয়ারম্যান ফারজানা মুন্নির একটি ফেসবুক স্ট্যাটাস থেকে। যদিও এ নিয়ে কোনো অফিসিয়াল বক্তব্য পাওয়া যায়নি ফারজানা মুন্নির কাছ থেকে। 

তবে মুন্নির ফেসবুক ওয়ালেই আরেকটি স্ট্যাটাসে জানানো হয়, ‘ফেসবুক আইডিটি গতকাল রাতে হ্যাকড হয়েছিল এবং অনেকক্ষণ তার নিয়ন্ত্রেণে ছিল না। ইতিমধ্যে আইডিটি উদ্ধার করে নিয়ন্ত্রণে আনা হয়েছে। কিন্তু, সত্য মিথ্যা যাই হোক , যা হওয়ার ইতিমধ্যে হয়ে গেছে। বিষয়টি ডালপালা মিলেছে নানা গুঞ্জনের। মুন্নির এ ফেসবুক স্ট্যাটাসের বিষয়ে চিত্রনায়িকা বুবলী বলেন, ‘একটি গ্রুপ ব্যক্তিগতভাবে আমার প্রত্যেকটা কাজের জায়গায় নানাভাবে নোংরামি শুরু করেছে বেশ কিছুদিন ধরে। সত্যি কথা বলতে কি, এসব নোংরা ষড়যন্ত্র আর কত নিবো জানা নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন