News71.com
 Entertaintment
 06 Nov 23, 10:49 AM
 156           
 0
 06 Nov 23, 10:49 AM

বিতর্ক যার পিছু ছাড়ে না তিনিই কঙ্গনা

বিতর্ক যার পিছু ছাড়ে না তিনিই কঙ্গনা

বিনোদন ডেস্কঃ কঙ্গনা রানাউত, বলিউডের অন্যতম আলোচিত অভিনেত্রী। পেশাগত কারণে যতটা আলোচনায় থাকেন তিনি, তার চেয়ে বেশি ঘোরাফেরা বিতর্কিত পরিসরে। বিতর্ক যার পিছু ছাড়ে না তিনিই কঙ্গনা।

সম্প্রতি মুক্তি পেয়েছে কঙ্গনার নতুন সিনেমা ‘তেজাস’। তবে বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে এই ছবি। ভারতের বেশিরভাগ হল থেকে ছিটকে যাচ্ছে ছবিটি। ভারতীয় সিনেমা বিশেষজ্ঞ কোমল নাহতা বলেন, “এটি একটি খারাপ চলচ্চিত্র, হলিউডের ‘টপ গান’ মুভির ধারেকাছেও নেই কঙ্গনার ‘তেজাস’। অর্থাৎ টম ক্রুজ হতে গিয়ে এখন সমালোচনার মুখে ভারতীয় এই অভিনেত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন