বিনোদন ডেস্কঃ গত কয়েক দিন ধরেই আনুশকা শর্মার দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়েছে গণমাধ্যমে। যদিও তাতে তিনি বা বিরাট কেউই এ খবরে সম্মতি দেননি। বৃহস্পতিবার অভিনেত্রীর আরও একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যাতে স্পষ্ট দেখা যাচ্ছে আনুশকার বেবিবাম্প। কালো রঙের একটি শর্ট ড্রেস পরে আছেন আনুশকা, যার হাতা বেলুন স্লিভস। আর এই পোশাক থেকেই ফুটে উঠেছে বেবিবাম্প, যা লুকানোর কোনো চেষ্টাই করেননি বিরাট-পত্নী।
ভিডিওতে দেখা যাচ্ছে, খুব যত্ন করে বিরাট ধরে রেখেছেন বউয়ের হাত। ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক পরে আছেন ওভারসাইজড গ্রে রঙের ট্রাউজার, আর লাইট গ্রে টি-শার্ট। পায়ে স্নিকার্স, মাথায় কালো চুপি। সম্প্রতি মুম্বাইয়ের এক মেটারনিটি ক্লিনিকের বাইরেও তাদের দেখা গিয়েছিল। সেখানে থাকা পাপারাজ্জিতের ছবি না তুলতে অনুরোধ করেন তারা। সঙ্গে জানান, খুব জলদিই করবেন অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট।