News71.com
 Entertaintment
 11 Nov 23, 02:53 PM
 189           
 0
 11 Nov 23, 02:53 PM

ভারতীয় ক্রিকেটার শামিকে বিয়ের প্রস্তাব অভিনেত্রী পায়েল ঘোষের

ভারতীয় ক্রিকেটার শামিকে বিয়ের প্রস্তাব অভিনেত্রী পায়েল ঘোষের

বিনোদন ডেস্কঃ চলতি বিশ্বকাপে আগুন ঝরাচ্ছেন ভারতীয় ক্রিকেট তারকা মোহাম্মাদ শামি। ১৬ উইকেট নিয়ে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারি হয়ে গেছেন তিনি। তার এমন দুর্দান্ত পারফরম্যান্স দেখে তাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেছেন অভিনেত্রী-রাজনীতিবিদ পায়েল ঘোষ। এবার নয়া পোস্ট পায়েলের। লিখলেন, ‘দিল ডুবা তেরে প্যায়ার ম্যায়।’ যদিও পায়েলের শামিকে দেওয়া বিয়ের প্রস্তাবের পর ময়দানে নেমেছেন ক্রিকেট তারকার স্ত্রী হাসিন জাহান। 

সম্প্রতি ‘এক্স’ হ্যান্ডল থেকে পায়েলের পোস্ট ‘শামি, তুমি নিজের ইংরেজিটা একটু শুধরে নাও। আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি।' এবার এমন একটি পোস্ট করলেন, যা থেকে স্পষ্ট যে, পায়েলের মন প্রেমে ব্যাকুল হয়ে উঠেছে। তবে এই ব্যাকুলতা শামির জন্য কিনা, তা স্পষ্ট করেননি পায়েল। তবে অভিনেত্রীর এমন পোস্ট দেখে বেজায় চটেছেন ক্রিকেট তারকার স্ত্রী হাসিন। তার বক্তব্য ‘কেউ কিছু না জেনেই সব লিখছে!’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন