বিনোদন ডেস্কঃ কদিন আগেই গানবাংলা টিভির চেয়ারপারসন ফারজানা মুন্নির ফেসবুক থেকে তার স্বামী গানবাংলার প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস ও নায়িকা বুবলীকে নিয়ে একটি স্ট্যাটাস ভাইরাল হয়। এরপরই তাদের প্রেমের খবরে সরগরম হয় সোশ্যাল মিডিয়া। যদিও ফারজানা মুন্নি পরবর্তীতে আরেকটি ফেসবুক স্ট্যাটাসে জানান, হ্যাকারদের কবলে পড়েছিল তার আইডি।
বিষয়টি অনেকটা ধামাচাপা পড়তেই এবার শুক্রবার রাতে কয়েকটি ফেসবুক পেইজে বুবলী-তাপসের প্রেম নিয়ে ফারজানা মুন্নি ও নায়িকা অপু বিশ্বাসের কথোপকথন দাবি করে একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়েছে। যা এরই মধ্যে টক অব দ্য মিডিয়ায় পরিণত হয়েছে। ডালপালা মেলছে নানা গুঞ্জনের। যদিও অডিও রেকর্ডটির সত্যতা যাচাইয়ে সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি ফারজানা মুন্নি ও অপু বিশ্বাসের।
ভাইরাল সেই অডিও রেকর্ডে আলোচনার নিউক্লিয়াসে ছিলেন বুবলী। সেখানে অভিযোগের অনেকগুলো তীর ছিলো তার দিকে। ভাইরাল সেই অডিও ইস্যুতে গণমাধ্যমকে বুবলী বলেছেন , ‘আমাকে নিয়ে নতুন ষড়যন্ত্রেরই অংশ এটি। এটাকে অডিও ফাঁস কিভাবে বলা হচ্ছে আমি বুঝতে পারছি না। কোনো তথ্য প্রমাণ ছাড়াই এক তরফাভাবে কাউকে নিয়ে কিছু বলা কতটুকু যুক্তিযুক্ত। যদি ফারজানা মুন্নি বা গান বাংলা থেকে প্রমাণসহ কোনো বিষয় সামনে আসতো, তাহলে আমি অফিসিয়ালি স্টেটমেন্ট বা বক্তব্য আপনাদের জানাতাম। ’