News71.com
 Entertaintment
 12 Nov 23, 10:53 AM
 173           
 0
 12 Nov 23, 10:53 AM

সারার প্রেম যত তাড়াতাড়ি হয়, ভাঙে তত তাড়াতাড়ি

সারার প্রেম যত তাড়াতাড়ি হয়, ভাঙে তত তাড়াতাড়ি

বিনোদন ডেস্কঃ জীবনের প্রথম ছবির সময় থেকেই একের পর এক অভিনেতার সঙ্গে নাম জড়িয়েছে সারা আলী খানের। কখনো তা রটনা, কখনো আবার সত্যিই সম্পর্কে জড়িয়ে পড়েছেন সাইফ কন্যা। অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গেও সারার প্রেম যত তাড়াতাড়ি হয়েছিল, ভেঙেছেও তত তাড়াতাড়ি। চ্যাট শো ‘কফি উইথ করণ’ শোতে এসে কার্তিকের প্রতি তার ভালো লাগার কথা জনসমক্ষেই জানিয়েছিলেন সারা। 

ওই ছবির শুটিং চলাকালীন একে অপরের প্রেমে পড়েছিলেন তারা। তবে সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। বছরখানেকের মধ্যে সম্পর্কে ইতি টানেন তারা। তবে সম্পর্ক ভাঙার পরও বন্ধু কার্তিক-সারা। 

কার্তিক একই সময় সারা ও অনন্যা পাণ্ডে দু’জনের সঙ্গেই সম্পর্কে ছিল, এমনই শোনা গিয়েছিল। তবে কার্তিকের প্রতি নিজের ভাল লাগা কখনোই লুকোতে যাননি সারা। ‘ব্রেকআপ’-এর পরও বন্ধুত্ব কতটা সহজ, জানালেন সারা। আমি বিশ্বাস করি, কাজের জগতে তেমন কোনও বন্ধু হয় না, এখানে ছেলেমানুষির কোনো জায়গা নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন