News71.com
 Entertaintment
 13 Nov 23, 05:39 PM
 147           
 0
 13 Nov 23, 05:39 PM

ভালোবাসা দিবসে আসছে পূজা চেরির নাকফুল

ভালোবাসা দিবসে আসছে পূজা চেরির নাকফুল

 

 

বিনোদন ডেস্কঃ আসছে ভালোবাসা দিবসে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চিত্রনায়িকা পূজা চেরি অভিনীত ছবি ‘নাকফুল’। অলক হাসানের পরিচালনায় এই ছবিতে প্রথমবারের মতো নায়ক আদর আজাদের সঙ্গে জুটি বেঁধেছেন পূজা।  

 

সিনেমাটি নিয়ে পূজা চেরি বলেন, ‘নাকফুল একটি নারীর কাছে বিশেষ এক অলংকার। নারীদের কাছে এক আবেগের গহনা। সেই আবেগের বিষয়টি নিয়েই নাকফুল। প্রযোজনা সংস্থা জানিয়েছে, ভালোবাসা দিবসে সিনেমাটি মুক্তি পাবে। জানা গেছে, বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজনায় গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত হয়েছে সিনেমাটি। যাতে ফুটে উঠবে গ্রামের একজন চঞ্চল মেয়ে ও ছন্নছাড়া ছেলের সম্পর্কের গল্প। ছবিতে আদর-পূজা ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত, লুৎফর রহমান জর্জ, আলী রাজ, এল আর খান সীমান্ত, শিখা মৌসহ অনেকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন