News71.com
 Bangladesh
 01 Jul 24, 09:41 AM
 32           
 0
 01 Jul 24, 09:41 AM

আজ থেকেই নতুন ভাড়ায় চালিত হচ্ছে মেট্রোরেল॥

আজ থেকেই নতুন ভাড়ায় চালিত হচ্ছে মেট্রোরেল॥


নিউজ ডেস্কঃ মেট্রোরেলের টিকিটের ওপর সোমবার (১ জুলাই) থেকে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট বসতে যাচ্ছে। মেট্রোরেলের টিকিটের ওপর বর্তমানে ভ্যাট মওকুফ রয়েছে, যার সময়সীমা আজ (৩০ জুন) শেষ হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অব্যাহতির মেয়াদ আর বাড়ায়নি। ফলে আগামীকাল সোমবার থেকে মেট্রোরেলের সেবা ও টিকিটের ওপর ১৫ শতাংশ হারে মূসক দিতে হবে। এ বিষয়ে এনবিআরের প্রথম সচিব (মূসক নীতি) মোহাম্মদ হাসমত আলী বলেন, ‘যেহেতু এখনো এনবিআর থেকে কোনো বিশেষ আদেশ দেওয়া হয়নি, সুতরাং, আগের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার থেকে মেট্রোরেলে মূসক আরোপিত হবে।’ এর আগে গত ৪ এপ্রিল ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডকে (ডিএমটিসিএল) চিঠি দিয়ে এনবিআর জানায়, জুলাই থেকে মেট্রোরেলের সেবা ও টিকিটে মূসক পরিশোধ করতে হবে। এরপর ডিএমটিসিএলসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন মেট্রোরেলে ভ্যাট না বসানোর অনুরোধ করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন