News71.com
 International
 20 Feb 25, 10:58 PM
 31           
 0
 20 Feb 25, 10:58 PM

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ‘আইসিবিএম’ উৎক্ষেপ করল যুক্তরাষ্ট্র॥

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ‘আইসিবিএম’ উৎক্ষেপ করল যুক্তরাষ্ট্র॥

আন্তরাজতিক ডেস্কঃ পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম নিরস্ত্র একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) পরীক্ষা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান শাসনামলে এ ধরনের পরীক্ষা এটিই প্রথম। মার্কিন বিমান বাহিনী জানিয়েছে, গতকাল বুধবার ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স ঘাঁটি থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। কর্মকর্তারা বলেছেন, একবিংশ শতাব্দীর হুমকি প্রতিরোধ ও মিত্রদের আশ্বস্ত করতে যুক্তরাষ্ট্রের পারমাণবিক প্রতিরোধ নিরাপদ, সুরক্ষিত, নির্ভরযোগ্য এবং কার্যকর রয়েছে, তা দেখানোর উদ্দেশ্যে এই উৎক্ষেপণ করা হয়েছে।মার্কিন বিমান বাহিনী আরও বলেছে, এই উৎক্ষেপণ বর্তমান বিশ্বের ঘটনাগুলোর প্রতিক্রিয়া নয়। আমেরিকা অতীতে ৩০০টিরও বেশি এ জাতীয় পরীক্ষা চালিয়েছে। ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে রাশিয়া, চীন বা অন্য কোনো পরমাণু শক্তিকে তারা সতর্ক করেছে কি না, সে বিষয়ে মার্কিন কর্মকর্তারা কিছু বলেননি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন