News71.com
 International
 03 Sep 25, 11:00 AM
 20           
 0
 03 Sep 25, 11:00 AM

ভারতকে তেল কেনায় বিশেষ ‘ছাড়’ রাশিয়ার॥  

ভারতকে তেল কেনায় বিশেষ ‘ছাড়’ রাশিয়ার॥   

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান শুল্ক চাপের মধ্যে, রাশিয়া ভারতকে তেলের উপর বেশ বড় ধরনের ছাড় দিয়েছে। এতে রাশিয়া থেকে আরও কম দামে জ্বালানি তেল কিনতে পারবে ভারত। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ব্লুমবার্গের বরাতে এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী জানা যায়, সেপ্টেম্বর ও আগামী অক্টোবর থেকে প্রতিটি কার্গোতে ব্যারেলপ্রতি ৩­-৪ ডলার কম দামে রুশ উরাল গ্রেড তেল কিনতে পারবে নয়াদিল্লি।

গত সপ্তাহে ট্রাম্প প্রশাসন রাশিয়ার তেল কেনা এবং ইউক্রেন যুদ্ধে ইন্ধন জোগানোর জন্য ভারতের শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশে উন্নীত করেছে। ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরুতে নয়াদিল্লি রাশিয়ার অপরিশোধিত তেলের একটি প্রধান আমদানিকারক হয়ে ওঠে। ভারতীয় পণ্যে ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের পরও রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেনি ভারত। এখন, ওয়াশিংটনের বারবার সমালোচনার পর, ভারত মস্কো এবং বেইজিংয়ের আরও কাছাকাছি পৌঁছেছে বলে প্রতিবেদনে বলা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন