News71.com
 International
 09 Sep 25, 09:17 AM
 90           
 0
 09 Sep 25, 09:17 AM

কিরগিজস্তান থেকে ফেরত আসবে ১৮০ বাংলাদেশি॥  

কিরগিজস্তান থেকে ফেরত আসবে ১৮০ বাংলাদেশি॥   

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তান গিয়ে অনিয়মিত হয়ে পড়া ১৮০ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠাচ্ছে সে দেশের সরকার। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) তাদের একটি বিমানে করে দেশে ফেরত পাঠানো হবে।সোমবার (৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।উজবেকিস্তানের তাসখান্দে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, সোমবার ফ্লাইটটি ছেড়ে যাওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন