News71.com
 International
 14 Sep 25, 10:55 AM
 71           
 0
 14 Sep 25, 10:55 AM

জাপানে শতবর্ষীর সংখ্যায় নতুন রেকর্ড॥ ৯০ শতাংশই নারী  

জাপানে শতবর্ষীর সংখ্যায় নতুন রেকর্ড॥ ৯০ শতাংশই নারী   

আন্তর্জাতিক ডেস্কঃ সংখ্যার দিক দিয়ে জাপানের শতবর্ষী মানুষেরা নতুন রেকর্ড গড়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ১ সেপ্টেম্বর পর্যন্ত জাপানে ১০০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৯৯,৭৬৩ জন। এর মধ্যে প্রায় ৯০ শতাংশই নারী। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম টেলিগ্রাফ জানিয়েছে, আগের বছরের তুলনায় এই বছর শতবর্ষীর সংখ্যা বেড়েছে ৪,৬৪৪ জন। টানা ৫৫ বছর ধরে জাপান প্রায় প্রতি বছরই শতবর্ষী মানুষের সংখ্যায় নতুন রেকর্ড স্থাপন করছে। বর্তমানে জাপানে সবচেয়ে বেশি বয়সী ব্যক্তি শিগেকো কাগাওয়া। কিওতো অঞ্চলের নারায় বসবাসরত এই নারী বর্তমানে ১১৪ বছর বয়সী। ৮০ বছর বয়সের পরও তিনি চিকিৎসক হিসেবে কাজ চালিয়ে গিয়েছেন এবং হাঁটতে হাঁটতে রোগীদের বাড়ি গিয়ে চিকিৎসা দেওয়ার অভ্যাসই তাঁকে আজও সতেজ রেখেছে।বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি বর্তমানে ব্রিটিশ নাগরিক ইথেল ক্যাটারহ্যাম। গত আগস্টে তিনি ১১৬ বছরে পা দিয়েছেন। এর আগে এই খেতাবটি ছিল জাপানের টোমিকো ইতোকার, যিনি ২০২৪ সালে ১১৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন