News71.com
 International
 22 Feb 25, 10:30 PM
 24           
 0
 22 Feb 25, 10:30 PM

অ্যামাজন সত্ত্ব কিনে নেওয়ার পর বদলে যাচ্ছেন জেমস বন্ড॥

অ্যামাজন সত্ত্ব কিনে নেওয়ার পর বদলে যাচ্ছেন জেমস বন্ড॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বজুড়ে জনপ্রিয় আন্ডার কাভার এজেন্ট জেমস বন্ড। যার সাইন ০০৭। স্পাই সিনেমা জগতের হিরো। সম্প্রতি আন্তর্জাতিক ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন স্পাই ফ্র্যাঞ্চাইজির ক্রিয়েটিভ সত্ত্ব কিনে নেওয়ার পর জোর গুঞ্জন উঠেছে, এবার কি বদলে বদলে যেতে চলেছেন জেমস বন্ড? ‘‌নতুন বন্ড হিসেবে কাকে বেছে নেবেন?’ চলতি সপ্তাহে এক্স-এ ৬৮ লাখ ফলোয়ারকে এ প্রশ্ন করেছিলেন অ্যামাজনের প্রধান জেফ বেজোস। পরবর্তী জিরো জিরো সেভেন বাছাইয়ের চূড়ান্ত সিদ্ধান্ত এখন বেজোসের হাতেই। বিবিসি নিউজের একটি প্রতিবেদনের স্ক্রিনশট পোস্ট করে তিনি পরামর্শ চেয়েছেন। তাতে বলা হয়েছে, তার কোম্পানি এখন বিখ্যাত স্পাই ফ্র্যাঞ্চাইজির ক্রিয়েটিভ নিয়ন্ত্রণ পেয়েছে। ড্যানিয়েল ক্রেগের উত্তরসূরি কে হবেন, সেটাই এখন অ্যামাজন এমজিএম স্টুডিওসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বিবিসির প্রতিবেদন অনুযায়ী চলুন দেখে নেওয়া যাক, তারা কোন পথে এগোতে পারে এবং কারা আছেন বন্ড হওয়ার দৌড়ে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন