আন্তর্জাতিক ডেস্কঃ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ‘বিশ্বের অন্যতম বড় মাদক চোরাকারবারি’ আখ্যা দিয়ে তাকে ধরিয়ে দেওয়ার পুরস্কার দ্বিগুণ করে ৫ কোটি ডলার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। পূর্বে এই পুরস্কারের পরিমাণ ছিল আড়াই কোটি ডলার। খবর বিবিসির। মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বৃহস্পতিবার (৭ আগস্ট) এক্স-এ পোস্ট করা ভিডিও বার্তায় জানান, মাদুরো সরাসরি আন্তর্জাতিক মাদক চোরাচালানে জড়িত। তিনি অভিযোগ করেন, ভেনেজুয়েলার কুখ্যাত অপরাধী চক্র ‘ট্রেন দে আরাগুয়া’ (যা যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে) এবং মেক্সিকোভিত্তিক সিনালোয়া কার্টেলের সঙ্গে সমন্বয় করে কাজ করেন মাদুরো। যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ) এখন পর্যন্ত মাদুরো ও তার সহযোগীদের সম্পৃক্ততায় ৩০ টন কোকেন জব্দ করেছে, যার মধ্যে অন্তত ৭ টনের সঙ্গে তার সরাসরি সম্পর্ক আছে বলে দাবি করেন বন্ডি।
মাদুরো এর আগে একাধিকবার যুক্তরাষ্ট্রের আনা মাদক কারবারের অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন। ভেনেজুয়েলা সরকারও সাম্প্রতিক অভিযোগের বিষয়ে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানায়নি। বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে, বন্ডির বক্তব্য যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার দীর্ঘদিনের রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনারই ধারাবাহিকতা। তবে দ্বিগুণ পুরস্কারের অর্থ কীভাবে কার্যকর হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি অ্যাটর্নি জেনারেল।