News71.com
 International
 23 Aug 25, 10:02 PM
 30           
 0
 23 Aug 25, 10:02 PM

পুতিন-জেলেনস্কির মধ্যে বৈঠকের কোন পরিকল্পনা হয়নি॥ রাশিয়া  

পুতিন-জেলেনস্কির মধ্যে বৈঠকের কোন পরিকল্পনা হয়নি॥ রাশিয়া   

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠকের কোনও পরিকল্পনা হয়নি বলে দাবি করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি এমন এক সময়ে এই তথ্য জানালেন, যখন পুতিন-জেলেনস্কির সম্ভাব্য বৈঠক নিয়ে বৈশ্বিক সংবাদমাধ্যমগুলোতে তুমুল আলোচনা চলছে।শুক্রবার এক সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, “প্রেসিডেন্ট পুতিন এবং প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যে কোনও বৈঠকের পরিকল্পনা হয়নি। প্রেসিডেন্ট পুতিনকে এই বৈঠকে রাজি করাতে হলে প্রথমে এজেন্ডাগুলো চূড়ান্ত করতে হবে। এখন পর্যন্ত এমন কিছু ঘটেনি।” বৈঠকের জন্য রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যেসব প্রাথমিক সমঝোতা প্রয়োজন, রিপোর্ট লেখা পর্যন্ত সেগুলো হয়নি উল্লেখ করে ল্যাভরভ আরও বলেন, “প্রস্তাবিত এই বৈঠকের জন্য ওয়াশিংটন এবং কিয়েভকে ন্যাটোর সদস্যপদ, অঞ্চল বিনিময়সহ বেশ কয়েকটি নীতিতে প্রাথমিক সমঝোতায় আসতে হবে; কিন্তু জেলেনস্কি সেসব সমঝোতার প্রতিটিতে এখনও নেতিবাচক অবস্থানে আছেন।”

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন