News71.com
 International
 23 Aug 25, 10:02 PM
 36           
 0
 23 Aug 25, 10:02 PM

রাশিয়াকে কঠোর আল্টিমেটাম মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের॥  

রাশিয়াকে কঠোর আল্টিমেটাম মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের॥   

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ যদি শিগগিরই না থামলে আগামী দু’সপ্তারেহ মধ্যে উচ্চমাত্রার শুল্ক কিংবা বড় আকারের নিষেধাজ্ঞা অথবা উভয় পদক্ষেপ প্রয়োগের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই আল্টিমেটাম দেন।সম্প্রতি রুশ ক্ষেপণাস্ত্রের হামলায় ইউক্রেনে মার্কিন সরকারের মালিকানাধীন একটি কারখানা ধ্বংস হয়েছে।

শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেন, “এ ঘটনায় আমি আনন্দিত নই এবং শুধু এই ঘটনাই নয়, এই যুদ্ধের সঙ্গে সম্পর্কিত কোনও কিছুর ওপরেই আমি খুশি নই।” তিনি বলেন, “আগামী দু’সপ্তাহের মধ্যে আমরা এই সংকট সমাধানের একট পথ খুঁজে বের করব। যদি এমনটা পারি, কেবল তাহলেই আমি খুশি হব।” “যদি দু’সপ্তাহের মধ্যে সংকট থেকে উত্তরণের পরিস্থিতি না আসে, সেক্ষেত্রে আমাকে (রাশিয়ার বিষয়ে) একটা সিদ্ধান্তে আসতে হবে এবং সেটি হবে খুবই গুরুত্বপূর্ণ। এটা উচ্চমাত্রার শুল্ক, অথবা বড় আকারের নিষেধাজ্ঞা কিংবা উভয়েই হতে পারে।”

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন