News71.com
 International
 07 May 20, 11:24 AM
 311           
 0
 07 May 20, 11:24 AM

শর্ত সাপেক্ষে গণপরিবহন চালু করতে যাচ্ছে ভারত॥

শর্ত সাপেক্ষে গণপরিবহন চালু করতে যাচ্ছে ভারত॥

আন্তর্জাতিক ডেস্কঃ মহামারী করোনা ঠেকাতে লকডাউনের কারণে বন্ধ হয়ে যাওয়া গণপরিবহন চালু করতে যাচ্ছে ভারত। তবে গণপরিবহন কর্তৃপক্ষকে বেশ কিছু স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন করতে হবে বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নিতীন গডকরি।বুধবার (০৬ মে) দেশটির বাস অ্যান্ড কার অপারেটরস ফেডারেশনের নেতা-কর্মীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন তিনি। শিগগিরই নতুন কিছু বিধি-নিষেধ সাপেক্ষে রাস্তায় গণপরিবহন চালুর অনুমতি দেয়া হবে বলে ফেডারেশনের নেতাদের আশ্বাস দেন গডকরি।এই মন্ত্রী বলেন, মাস্ক বাধ্যতামূলক করা, গাড়িতে হাত ধোয়ার ব্যবস্থা, স্যানিটাইজার রাখা ও অন্যান্য নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। তবে কবে নাগাদ রাস্তায় যান চলাচল শুরু হবে সেব্যাপারে নির্দিষ্ট কোনও তারিখ উল্লেখ করা হয়নি।

উল্লেখ্য চলমান করোনা মহামারির কারনে দেশটিতে দুই দফায় বাড়ানো লকডাউন আগামী ১৭ মে শেষ হবে।ভারতে কম সংক্রমিত এবং যেসব এলাকায় এখনও করোনা রোগী পাওয়া যায়নি সেসব এলাকায় ইতোমধ্যে লকডাউনের বিধি-নিষেধ শিথিল করে নতুন কিছু স্বাস্থ্যবিধি আরোপ করেছে। সোমবার থেকে লকডাউন শিথিল হওয়ায় দেশটির বিভিন্ন এলাকায় কিছু কিছু শিল্প-প্রতিষ্ঠান, কল-কারখানা ও দোকানপাট চালুর অনুমতি দেয়া হয়েছে।দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কিছু দোকানপাট এবং বেসরকারি অফিস ৩৩ শতাংশ কর্মচারীর উপস্থিতিতে চালু করার অনুমতি দিয়েছেন। গণপরিবহন জোড়-বিজোড় পদ্ধতি চালু করা হতে পারে বলে জানিয়েছেন কেজরিওয়াল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন